রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

ধাঁধা-১৪ কোন জিনিসটা তোমার কিন্তু তোমার চেয়ে অন্য মানুষেই বেশি ব্যবহার করে?

ধাঁধা-১৩ এর উত্তরঃ তারা ছিল- একজন দাদা, একজন বাবা ও তার ছেলে মিলে ৩ জন। আপেলের সংখ্যা ৩।  ধাঁধা-১৩আবার পড়ে দেখুন।  

ধাঁধা-১৪
কোন জিনিসটা তোমার কিন্তু তোমার চেয়ে অন্য মানুষেই বেশি ব্যবহার করে?

একটু ভাবুন--- 
বলতে পারলে কমেন্ট বক্সে বলতে পারেন। না পারলে এইখানে ক্লিক করে জেনে নিন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ