শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

মহিষ ও শিয়াল পন্ডিতের গল্প

অনেক দিন আগের কথা, বলতে গেলে মনে হয় আমার ছোট বেলার কথা। দাদার কাছ থেকে শুনেছিলাম যে, এক মহিষ জঙ্গলের দিকে দৌড়াচ্ছিল। পিছন থেকে শিয়াল মহিষকে ডেকে বললো। কিরে দৌড়াচ্ছিস কেন? মহিষ হাপাতে হাঁপাতে বললো- বনে পুলিশ এসেছে, হাতী ধরতে!! শিয়াল পণ্ডিত হেহেহে করে হাঁসে আর বলে, তাহলে তুমি দৌড়াও কেন?? মহিষ শিয়ালের কথা শুনে বিষাক্ত সাপের কামড়ের আঘাত পেলো, মহিষ চিৎকার করে বলে ওরে পণ্ডিত শিয়াল তুমি কি জাননা  এইটা বাংলাদেশ।জেলেই ৫০ বছর কেটে যাবে যে, আমি হাতী নই!! মহিষের কথা শুনে শিয়াল পণ্ডিতো দিল দৌড়---- পিছে পিছে মহিষ ও দৌড়। ওরা শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে



গল্প পড়ে যদি ভালো লাগে লাইক, কমেন্ট বা শেয়ার করে উৎসাহ প্রধান করুন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ