বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

উড়তে পারে কিন্তু পাখি সে নয়। মানুষ খায় গরু খায়, বাঘ সে নয়।

 উড়তে পারে কিন্তু পাখি সে নয়। মানুষ খায় গরু খায়বাঘ সে নয়।

উত্তর: মশা 

ওড়ে কিন্তু পাখি নয় নাম কী তার? লোকে বলে চোখ নেই তার কানে শুনে ঘোরে ফিরে সবখানে।

ওড়ে কিন্তু পাখি নয় নাম কী তার? লোকে বলে চোখ নেই তার কানে শুনে ঘোরে ফিরে সবখানে।

উত্তরঃ বাঁদুর।

শুভ্রবাসান দেহ তার, করে মানুষের অপকার। চিতায় তারে পুড়িয়া মারে, তবু সে উহ আহ না করে।

 শুভ্রবাসান দেহ তার, করে মানুষের অপকার। চিতায় তারে পুড়িয়া মারে, তবু সে উহ আহ না করে।

উত্তরঃ সিগারেট।

হাঁসি ৫ পাগলের বয়ান শুনে ডা. বেহুঁশ

ডা. তুমি পাগল হলে কীভাবে ?

পাগল: পাগল হইছি কি সাধে?

আমি এক বিধবা মহিলাকে বিয়ে করে ছিলাম!

তার এক যুবতী মেয়ে ছিল। তাকে বিয়ে করল আমার বাবা!!

আমার মেয়ে হয়ে গেল আমার মা!!! আমি হয়ে গেলাম আমার বাবার শশুর!!!!

তার ঘরে হল একটা মেয়ে,সে হলো আমার বোন!!!!!কিন্তু আমি তার নানীর জামাই!!!!!!

সেদিক থেকে সে আমার নাতনীও!!!!!!!

এভাবে আমার একটা পোলা হল!!!!!!!

আমার পোলা হইল আমার বাপের শালা।

আর আমি আমার পোলার ভাগিনা!!!!!!!

ডা. চুপ কর শালা,তুই আমারেও পাগল বানাইয়া ফেলবি

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

হাঁসি ৪ বিয়ের আগে

 বিয়ের আগে Rose day, Valentine day, Chocolate day. আর বিয়ের পরে, টাকা দে, কাপড় দে, সাবান দে, গহনা দে, মোবাইল দে, কসমেটিক্স দে, নইলে আমারে ছাইরা দে !



রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

হাঁসি ৩ বিয়ের ৩ মাস পরই হাবলুর বউয়ের বাচ্চা হলো

হাঁসির গল্পঃ হাবলুর ও তার বউয়ের kothopokothon/ কথোপকথন 

বিয়ের ৩ মাস পরই হাবলুর বউয়ের বাচ্চা হলো। এই খুশীতে হাবলু তার বউকে জিজ্ঞাসা করলো-

হাবলু : আচ্ছা, আমাদের বিয়ের ৩ মাস পরই বাচ্চা কেমনে হলো?
বউ : তোমার বিয়ের কয় মাস হইছে?
হাবলু : ৩ মাস!
বউ : আমার বিয়ের কয় মাস হইছে?
হাবলু : ৩ মাস!
বউ : আর বাচ্চা কয় মাস পরে হইছে?
হাবলু : ৩ মাস!
বউ : তাহলে মোট কয় মাস হইল?
হাবলু : ওহ, নয় মাস! আমি তো ভয় পাইয়া গেছিলাম!
মেয়েরা একটু বেশিই বুদ্ধিমতি!
নিয়মিত মজার মজার গল্প পেতে আইডিতে ফলো করে রাখুন 


হাঁসি ২ আমি মানুষ, তবলা না

সবার সাথে তাল মিলিয়ে চলা
সম্ভব না
কারণ 
আমি মানুষ
তবলা না

হাঁসি ১ ময়দার মাঝে কয়লার খনি

যেখানে দেখবে সুন্দরী নারী…!
যদি পার
ছুরে মারো পানি…!
পাইলেও পাইতে পারো…!
ময়দার মাঝে কয়লার খনি…

শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

১৮০-ধাঁধা কোন ফলের বীজ নেই, বল দেখি দাদা। বলতে না পারলে, হবে তুমি গাধা।

ধাঁধা- ৫৮ এর উত্তরঃ  । না বুঝলে ধাঁধা-৫৮ আবার পড়ে দেখুন।


কোন ফলের বীজ নেই, বল দেখি দাদা। বলতে না পারলে, হবে তুমি গাধা।

উত্তর : নারিকেল

১৭৯-ধাঁধা কাঁচাতে তুলতুল, পাকাতে টক। লেংটা হয়ে বাজারে যায়, ছোট বড় সবাই খায়।

ধাঁধা- ১৭৮ এর উত্তরঃ  । না বুঝলে ধাঁধা- ১৭৮ আবার পড়ে দেখুন।

কাঁচাতে তুলতুল, পাকাতে টক। লেংটা হয়ে বাজারে যায়, ছোট বড় সবাই খায়। 

উত্তর : তেঁতুল

১৭৮-ধাঁধা কোন জিনিসের ঘাড় আছে মাথা নাই?

কোন জিনিসের ঘাড় আছে মাথা নাই?

উত্তর : বোতল

১৭৭-ধাঁধা জলে থাকে মাছ নয় বাজারে বিক্রি হয়।

জলে থাকে মাছ নয় বাজারে বিক্রি হয়।

উত্তরঃ কাঁকড়া, চিংড়ি 

১৭৬-ধাঁধা কোন ফুলের নাম উল্টালে পাখির নাম হয়?

 কোন ফুলের নাম উল্টালে পাখির নাম হয়?

উত্তরঃ জবা। (উল্টালে বাজপাখি হয়)

১৭৫-ধাঁধা কোন জিনিস একবার খেলে আর খেতে চান না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়।

 কোন জিনিস একবার খেলে আর খেতে চান না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়। 

উত্তরঃ ধোকা। 

জনপ্রিয় পোস্টসমূহ