শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

ধাঁধা-১৫ অন্ধ নদী পিছল পথ, হয়না দিন সদা রাত। নদীর জন্য সোবেশাম, পায়ে পড়ে মাথার ঘাম?

ধাঁধা-১৪ এর উত্তরঃ তোমার নাম। ধাঁধা-১৪ আবার পড়ে দেখুন। 



ধাঁধা-১৫ 
অন্ধ নদী পিছল পথ, হয়না দিন সদা রাত। নদীর জন্য সোবেশাম, পায়ে পড়ে মাথার ঘাম? 

একটু ভাবুন--- 
বলতে পারলে কমেন্ট বক্সে বলতে পারেন। না পারলে এইখানে ক্লিক করে জেনে নিন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ