রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

কাণ্ডকারখানা মেডাম আর পুলিশের ফোন আলাপ

মেডাম আর পুলিশের কাণ্ডকারখানা ফোন আলাপ শুনে হাঁসি ধরে রাখতে না পারলে কিছু বলার নাই। মেডাম এর বাসা চুরি হয়েছে তার এই ঘটনা পুলিশকে জানাতে ফোন দিল মেডাম---


মেডামঃ হ্যালো, এইটা কি থানা? 
পুলিশঃ হ্যাঁ, বলুন।
মেডামঃ আমার বাড়িতে গেছেকাল রাতে চুরি হয়েছে। 
পুলিশঃ How (কিভাবে), ছুরি হয়েছে? পুলিশের ইংলিশ কথা শুনে মেডাম ভাব দেখি বললো।
মেডামঃ কাটিং the বাঁশের বেড়া, ডোকিং the চোর। লইং the জিনিসপত্র। গোয়িং the ডোর। মেডাম এর কথা শুনে পুলিশ চিৎকার দিয়ে বললো।
পুলিশঃ what ইস বাঁশের বেড়া! পুলিশের কথা শুনে মেডাম কেঁদে কেঁদে বলে-
মেডামঃ বাঁশের বেড়া is the খাঁড়া খাঁড়া। তার মধ্যে পেরাক মারা।


ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যকে পড়তে উৎসাহ প্রধান করুন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ