১। সকাল বেলা ঘুম থেকে উঠতে দেরি করলে চুলের মুঠি ধইরা টান দিয়ে তুলে মিষ্টি গালে ঠুসি দিমু।
২। সকালের রান্না খারাপ হইলে মুখের উপরে ছুইড়া মারমু--
৩। অফিসে যাওয়ার আগে সব কিছু ঠিক ঠাক না পেলে থাবর একটি কষে দিমু
৪। আমাকে না বলে বাইরে গেলে ঠ্যাং ভাইঙ্গা ফালামু
৫। বাপের বাড়ির কথা বললে নগদে আছাড় দিমু
৬। একদিন না খাইলে ৩ দিন ভাত বন্ধ রাখমু।
৭। অফিস থেকে এসে যদি না পাই তাইলে আনলিমিটেড মাইর শুরু করে দিমু
৮। পাশের বাসার ভাবির সাথে কথা বলতে দেখলে লাঠি দিয়া পিটামু
১০। বউ তো তাই তোমাকে অনেক ভালোবাসা দিমু
বিদ্রঃ বিনোদন এর জন্য এই লেখা। তবে বলে রাখি কোন ভাই বউকে পিটাবেন না। বউ হলো অর্ধাঙ্গিনী, ঘরের রানী। বউকে নিয়ে গর্ব করা যায় শুধু।
— feeling ফানি পোস্ট- লিঙ্ক সুত্রঃ- Rony Bepari ভালোবাসার বন্ধন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন