পড়তে পড়তে অস্থির হয়ে যাবে, মন কিছু একটা জানতে চাই কিন্তু কি? পড়ে দেখুন- আজ প্রথম করতে যাচ্ছি।এতোদিন শুধু বন্ধু বান্ধবীদের কাছে শুনেই গেছি। অনেক মজা নাকি করতে। কিন্তু কখনো সুযোগ আর সাহসের অভাবে করতে পারিনি। কিন্তু আজ সাহস নিয়ে ঢুকলাম রুমে। আজ করবই। বন্ধু বান্ধবীদের কাছ থেকে টিপস ও নিলাম কিভাবে ভালোভাবে করব আর কি কি করলে সব থেকে বেশি মজা পাবো। ইন শাহ আল্লাহ সব কিছু ঠিক মতোই করতে পারব। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই আমার নিজের করার খুব ইচ্ছা। আজ ইচ্ছাটা পূর্ণ হবে।
আজ আমি নিজে ম্যাগী নুডলস টা এই মসলাটা দিয়ে মজা করে রান্না করব আর মজা করে খাবো।
আজ আমি নিজে ম্যাগী নুডলস টা এই মসলাটা দিয়ে মজা করে রান্না করব আর মজা করে খাবো।
নেট থেকে সংগৃহীতঃ লিংক সুত্র- facebook-Shahin Alam-জমপেশ আড্ডা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন