ডা. তুমি পাগল হলে কীভাবে ?
পাগল: পাগল হইছি কি সাধে?
আমি এক বিধবা মহিলাকে বিয়ে করে ছিলাম!
তার এক যুবতী মেয়ে ছিল। তাকে বিয়ে করল আমার বাবা!!
আমার মেয়ে হয়ে গেল আমার মা!!! আমি হয়ে গেলাম আমার বাবার শশুর!!!!
তার ঘরে হল একটা মেয়ে,সে হলো আমার বোন!!!!!কিন্তু আমি তার নানীর জামাই!!!!!!
সেদিক থেকে সে আমার নাতনীও!!!!!!!
এভাবে আমার একটা পোলা হল!!!!!!!
আমার পোলা হইল আমার বাপের শালা।
আর আমি আমার পোলার ভাগিনা!!!!!!!
ডা. চুপ কর শালা,তুই আমারেও পাগল বানাইয়া ফেলবি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
উড়তে পারে কিন্তু পাখি সে নয়। মানুষ খায় গরু খায় , বাঘ সে নয়। উত্তর: মশা
-
সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব না কারণ আমি মানুষ তবলা না
-
শুভ্রবাসান দেহ তার , করে মানুষের অপকার। চিতায় তারে পুড়িয়া মারে , তবু সে উহ আহ না করে। উত্তরঃ সিগারেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন