০১ - দুই অক্ষরের নাম যার সব যায়গায় রায় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়।
০২ - দুই অক্ষরে নাম তার লজ্জা নিবারণী, প্রথম অক্ষর বাদ দিলে আমার জননী, শেষের অক্ষর বাদ দিলে ভাসুর ঘরণী।
০৩ - দুই অক্ষরে নাম তার বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়?
০৪ - তিন অক্ষরে নাম চোরের বুক কাঁপে, শেষ দুটি ছেড়ে দিলে কাটে এক কোপে। কিন্তু যদি প্রথম ছাড়ো দেখে লাগে দুঃখ, মাংস কম, শীর্ণকায়, চেহারাটি সূক্ষ্ম।
০২ - দুই অক্ষরে নাম তার লজ্জা নিবারণী, প্রথম অক্ষর বাদ দিলে আমার জননী, শেষের অক্ষর বাদ দিলে ভাসুর ঘরণী।
০৩ - দুই অক্ষরে নাম তার বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়?
০৪ - তিন অক্ষরে নাম চোরের বুক কাঁপে, শেষ দুটি ছেড়ে দিলে কাটে এক কোপে। কিন্তু যদি প্রথম ছাড়ো দেখে লাগে দুঃখ, মাংস কম, শীর্ণকায়, চেহারাটি সূক্ষ্ম।
০৫ - দুই অক্ষরের নাম যার পানিতে বাস। শেষের অক্ষর বাদ দিলে সম্মানের নাই কোন শেষ।
০৬ - সাবান সোডা মাজন দিয়েও ময়লা নাহি যায়, তিন অক্ষরে তারে ছাড়া রান্নায় কষ্ট হয়।
০৭ - পেটটা ফেলে অল্প পেলে পা গেলে পাও যন্ত্র তিন অক্ষরে সবটা লেখায় এমন ষড়যন্ত্র।
০৮ - শুরুতে বারণ কর মাথা ছাড়া চলতে বল দু’অক্ষরে সব মিলিয়ে থামবো কোথায় সময়টা বল।
০৯ - রান্না করতে লাগে এটা পেট কাটলে অন্য কাটলে মাথা নেই দোষ, তিন অক্ষরে গণ্য।
১০ - বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়।
১১ - তিন অক্ষরে জিনিসটি দেখতে লাল হয়। ল বাদ দিলে ফল হয়। জিনিসটি কি?
১২ - তিন অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ - কোন জায়গা?
১৩ - তিন অক্ষরে নাম তার লাল কুমকুম হয় , মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম হয়।
১৪ - তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায়, মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।
১৫ - তিন অক্ষরে গড়া তার বুকে মেঘ ভাসে। প্রথম অক্ষর বাদ দিলে নদীর কুলে হাঁসে।
১৬ - তিনটি বর্ণে নামটি তার, রসাল এক ফল, ছাড়িয়ে দিলে মধ্যবর্ণ হয় যে আরেক ফল ।
১৭ - কোন সে বিদেশী ভাষা নাম চার অক্ষরে, দ্বিতীয় কেটে দেখো পানিতে বাস করে?
১৮ - আমার চার অক্ষরের নাম, সবার কাজে আসি। অনুষ্ঠান, বিয়ে বা উৎসব, সবকিছুতেই কি আমার কাজ?
১৯ - চার অক্ষরে নাম তার সবার প্রিয়। শেষ দুই অক্ষর বাদ দিলে লেখার জিনিস হয়। প্রথম দুই অক্ষর বাদ দিলে বকা শুনতে হয়। বলুন তার নাম কি?
২০ - পাঁচ অক্ষরের কোন শব্দ থেকে তিনটি অক্ষর তুলে নিলেও ঐ পাঁচই থাকে?
০৬ - সাবান সোডা মাজন দিয়েও ময়লা নাহি যায়, তিন অক্ষরে তারে ছাড়া রান্নায় কষ্ট হয়।
০৭ - পেটটা ফেলে অল্প পেলে পা গেলে পাও যন্ত্র তিন অক্ষরে সবটা লেখায় এমন ষড়যন্ত্র।
০৮ - শুরুতে বারণ কর মাথা ছাড়া চলতে বল দু’অক্ষরে সব মিলিয়ে থামবো কোথায় সময়টা বল।
০৯ - রান্না করতে লাগে এটা পেট কাটলে অন্য কাটলে মাথা নেই দোষ, তিন অক্ষরে গণ্য।
১০ - বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়।
১১ - তিন অক্ষরে জিনিসটি দেখতে লাল হয়। ল বাদ দিলে ফল হয়। জিনিসটি কি?
১২ - তিন অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ - কোন জায়গা?
১৩ - তিন অক্ষরে নাম তার লাল কুমকুম হয় , মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম হয়।
১৪ - তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায়, মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।
১৫ - তিন অক্ষরে গড়া তার বুকে মেঘ ভাসে। প্রথম অক্ষর বাদ দিলে নদীর কুলে হাঁসে।
১৬ - তিনটি বর্ণে নামটি তার, রসাল এক ফল, ছাড়িয়ে দিলে মধ্যবর্ণ হয় যে আরেক ফল ।
১৭ - কোন সে বিদেশী ভাষা নাম চার অক্ষরে, দ্বিতীয় কেটে দেখো পানিতে বাস করে?
১৮ - আমার চার অক্ষরের নাম, সবার কাজে আসি। অনুষ্ঠান, বিয়ে বা উৎসব, সবকিছুতেই কি আমার কাজ?
১৯ - চার অক্ষরে নাম তার সবার প্রিয়। শেষ দুই অক্ষর বাদ দিলে লেখার জিনিস হয়। প্রথম দুই অক্ষর বাদ দিলে বকা শুনতে হয়। বলুন তার নাম কি?
২০ - পাঁচ অক্ষরের কোন শব্দ থেকে তিনটি অক্ষর তুলে নিলেও ঐ পাঁচই থাকে?
২০টি অক্ষরের ধাধা উত্তরঃ
০১ - উত্তরঃ মাটি।
০২ - উত্তরঃ জামা
০৩ - উত্তর "পান" যা প্রা য় সবাই খায়, আর শেষের অক্ষর *ন* কেটে দিলে *পা* থাকে যা নিয়ে সবাই দৌড়া দৌড়ি করতে পারে মানে দৌড় দিয়ে পালায়
০৪ - উত্তরঃ দারোগা।
০৫ - উত্তরঃ মাছ।
০৬ - উত্তরঃ কয়লা
০৭ - উত্তরঃ কলম।
০৮ - উত্তরঃ নাচ।
০৯- উত্তরঃ আগুন।
১০ - উত্তরঃ খিচুড়ি।
১১- উত্তরঃ আলতা। ল বাদ দিলে আতা।
১২- উত্তরঃ আসাম, ভারত
১৩- উওরঃ আলতা। আতা ফলের নাম।
১৪- উত্তরঃ তামাক।
১৫- উত্তরঃ আকাশ। প্রথম অক্ষর বাদ দিলে কাশ। কাশ একটি ফুল যেমনঃ কাশ ফুল।
১৬- উত্তরঃ কমলা।
১৭- উত্তর : ইংলিশ
১৮- উত্তরঃ ক্যালেন্ডার
১৯- ঊত্তর: চকলেট। চক দিয়ে লিখতে হয়,লেট মানে দেরি।
২০ - উত্তরঃ পাঁচফোড়ন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন