সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

১০টি অঙ্কের ধাঁধা উত্তর সহ

১০টি অঙ্কের ধাঁধা প্রশ্ন / গণিত ধাঁধা ও উওর 

০১ - রামের বাবার তিন ছেলে, 1 ছেলের নাম গোপাল 2 ছেলের শ্যাম, তারপর 3ছেলের নাম কি হবে তুমি বল।

০২ - এক মহিলা নদী পার হওয়ার জন্য নদীর ঘাটে গেল। মাঝিকে বলল, ‘মাঝি আমি খেয়া পার হবো।
মাঝি বললোঃ ১ আনা লাগবো। মহিলা বললোঃ আমার কাছে কোন পয়সা নাই। মাঝি বললোঃ তবে তোমার স্বামীর নাম বলো। মহিলা ঝটপট উত্তর দিলোঃ তিন তেরো দিয়া বারো নয় দিয়া আনা পূরণ করো, এইটা আমার স্বামীর নাম, এইবার মাঝি পার করো।’ মহিলা ঠিকই নদী পার হলো। বলতে পারবেন তার স্বামীর নাম।

০৩ - ৭- এর আগে ৬ কে কেন থাকতেই হয়?

০৪ - কোন মাসে ২৮ দিন আছে?

০৫ - ১০ দিন না ঘুমিয়ে থাকবেন কীকরে?

০৬ - কোন দুটি সংখ্যা একসাথে থাকলেই গন্ডগোল হয়ে যায়?

০৭ - ৩ মাথা, ১ মুখ। ক্ষুধা মোটে পায়না। খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না।

০৮ - আমি 100 গজ লম্বা হতে পারি কিন্তু আপনি আমাকে আপনার হাতে ধরে রাখতে পারেন। আমি কি?

০৯ - আপনার হাতে 1 কেজি সোনা এবং অন্য হাতে 1 কেজি তুলা থাকলে, নিচের কোনটি সবচেয়ে ভারী হবে?

১০ - কত’র মধ্যে কত বাদ দিলে কী থাকবে?

১০টি অঙ্কের ধাঁধা উত্তর

০১ - উত্তরঃ রাম

০২ - উত্তর: ষাইডা (ষাট ) মিয়া। সূত্র- (১৩x৩)+১২+৯=৬০।

০৩ - উত্তরঃ নাহলে সবাই সাত-পাঁচ ভাবতে থাকে।

০৪ - উত্তরঃ সব মাসে।

০৫ - উত্তরঃ রাতে ঘুমিয়ে নেবেন।

০৬ - উত্তরঃ নয়-ছয়।

০৭ - উত্তরঃ মাটির চুলা।

০৮ - উত্তরঃ সুতার একটি বল।

০৯ - উত্তরঃ উভয়ই সমান হবে কারণ উভয়ই ১ কেজি।

১০ - উত্তরঃ র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ