রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

কে আগে এসেছে মুরগী না ডিম?

হাঁসির গল্প জটিল ধাঁধা

কে আগে এসেছে মুরগী না ডিম? 

প্রশ্ন শুনে মাথা হেং, জ্ঞান শূন্য। সমাধান পাওয়ার জন্য গুগল মামার সাহায্য নিতে হচ্ছে। 

কে আগে এসেছে মুরগী না ডিম? মুরগী আগে এসেছে। মুরগী থেকে ডিম এসেছে।  এর ব্যাখ্যা বিস্তারিত জানার চেষ্টা করি। 

তার আগে আবার প্রশ্ন কে আগে এসেছে মুরগী না ডিম? ডিম আগে এসেছে। ডিম থেকে মুরগী এসেছে। তাহলে এখানে ডিম দিল কে?  


ঘুরেফিরে একটি প্রশ্ন কে আগে এসেছে মুরগী না ডিম? বিজ্ঞানীদের গবেষণায় বলা হয়েছে, অনেক বছর আগে মুরগি ডিম পাড়ত না। তারাও মানুষের মতই সন্তান প্রসব করত। বিবর্তনের ফলেই পাখিরা ডিম পাড়তে শুরু করে। সেই কারণে ডিমের আগেই মুরগী এসেছিল। সূত্রঃ আমাদের সময়


আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যের নেই। আল্লাহ্‌ সর্ব শক্তি মান। আল্লাহ্‌ ভালো জানে। কে আগে এসেছে মুরগী না ডিম?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ