সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা -ভিক্ষুক

বছর শেষ, নতুন বছরের শুভেচ্ছা, বিদ্যালয়ে খেলার প্রতিযোগিতা মধ্য দিয়ে বাচ্চাদের আনন্দিত করে শিক্ষার জন্য উৎসাহ দিয়ে থাকে। এ খেলার প্রতিযোগিতায় একবার স্কুলে যেমন খুশি তেমন সাজে ভি'ক্ষুক সাজছিলাম। ১ম,২য়,৩য়, কিছুই হতে পারিনি তবে ভি'ক্ষা করে ৭৫০ টাকা পেয়েছিলাম!!

আর যে প্রথম হয়েছিল সে পেয়েছিল প্রায় ৬০ টাকা মূল্যের ফুল আঁকা একটা প্লেট


নোটঃ নবীজির শিক্ষা করোনা ভিক্ষা। মহানবী সা: বলেছেন, ‘নিকৃষ্ট বৈধ কাজ হলো দু’টি ১. স্ত্রীকে তালাক দেয়া  ২. ভিক্ষা করা। সুতারাং মহানবী সা:- এর শিক্ষা হলো ভিক্ষা করো না,  কর্ম করো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ