ধাঁধা-৩৭ এর উত্তরঃ ডালিম । না বুঝলে ধাঁধা-৩৭ আবার পড়ে দেখুন।
ধাঁধা-৩৮
একটা পাখি গাছের ডাল থেকে দেখলো আকাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। সে তখন তাদের প্রশ্ন করলো "তোমারা একশ পাখি কোথায় যাও?" পাখির ঝাঁক থেকে একটা পাখি বলল আমরা একশ না। তবে " আমরা যত, আরো তত, তার অর্ধেক, তার পাই(পাই মানে এক চতুর্থাংশ),
তার পরে যদি তুমিও আসো তবেই আমাদের একশ হয়।"
বলতে হবে পাখির ঝাঁকে কতগুলি পাখি ছিলো?
তার পরে যদি তুমিও আসো তবেই আমাদের একশ হয়।"
বলতে হবে পাখির ঝাঁকে কতগুলি পাখি ছিলো?
বন্ধুরা, বলেন দেখি জিনিসটা কি?
একটু ভাবুন---
বলতে পারলে কমেন্ট বক্সে বলতে পারেন। না পারলে এইখানে ক্লিক করে জেনে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন