শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

স্যার এবং ছাত্র ছাত্রীর আড্ডা

আকাশ এখন মেঘলা যেও নাকো একলা এইভাবে কণ্ঠ শিল্পীর গান শুনে মনকে  ফুরফুরে রাখার চেষ্টা করি। ঠিক তেমন ভাবে আজ একটি স্কুল এর ছাত্র ছাত্রীদের নিয়ে গল্প বলে, মনকে ফুরফুরে করতে সাহায্য করব। 

ক্লাসে স্যার,  ছাত্র ছাত্রীদের বললঃ 

একটা গান করোতো 
ছাত্র-ছাত্রীঃ ok স্যার ।  
ছাত্রীঃ আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব। 
ছাত্রঃ তোরে আমি বিয়া করবো, কি করবে তোর বাপ ?? 
স্যারঃ It's 100% Love.. Love.. Love. ছাত্র ছাত্রী জোকস বা ছাত্র ছাত্রীর আড্ডা যাই বলেন না কেন, সুস্থ জীবন যাপন করতে হলে সুস্থ দেহ সুস্থ মন গড়তে হবে।

এর জন্য আমাদের হাসি খুশি জীবন পরিচালনা করতে হবে। উক্ত জোকস পড়ে  কেউ খারাপ মন্তব্য করবেন না। এইটা শুধু  গম্ভীর মুখে একটু হাসির জলক ফোটে তুলার জন্য প্রয়াস মাত্র। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ