বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

হাঁসির গল্প- মেয়ে মানুষ


মেয়েদের সব জায়গায় চাকরি হয় কিন্তু এক জায়গায় চাকরি হয় না। আর সেইটা হল ''ফায়ার সার্ভিস''  কারন 'ফায়ার সার্ভিস'' এ মেয়েদের চাকরি হয় না এই জন্য যে, মেয়েরা আগুন ধরাতে জানে কিন্তু নিবাতে জানে না। 


উপরের সারাংশ পড়ে কোন বোন যদি কষ্ট পান সে জন্য কিন্তু লেখক দায় নয়। হাঁসি আর আনন্দের মাঝে জীবন থাকার জন্য একটু মজা করা চাড়া আর কিছু নয়। মেয়েদের সম্মান অনেক উপড়ে তাহা আমরা সবাই জানি। মেয়েরা যে মা। সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই ( চন্ডিদাস) বর্তমান সমাজে নারীর অবস্থান সমান সমান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ