শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

বন্ধের দিনে জম্মদিন

চায়ের টেবিলে বসে বন্ধুদের আড্ডা দেয়াওর মজাই আলাদা। যদি হয় রঙ্গে রসে আড্ডা তাহলে হাঁসি আর হাঁসি। এই কেমন আড্ডা জন্মদিন নিয়ে, রং তামশা দেখুন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাস করে 

১ম বন্ধুঃ ওরে LCM, তুর জন্ম দিন কবে?? (LCM- লুইচ্ছা কমিটির মেনাজার)
২য় বন্ধু LCM: আমার জন্মদিন শনিবার। তুর জন্মদিন কবে??? 
১ম বন্ধুঃ আমার জন্মদিন শুক্রবার।
২য় বন্ধু LCM: হাহাহাহা- মিথ্যা কথা বলিস না, শুক্রবারে সব বন্ধ থাকে, তুই হইলি ক্যামনে--- 


ভালো লাগলে পেইজে লাইক লাইক, কমেন্ট বা শেয়ার করুন। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ