শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

বল্টু এবং বল্টুর বাবার কথোপকথন- হাসির গল্প

বল্টু এবং বল্টুর বাবার কথা শুনে হাঁসি ধরে রাখতে পারবে না। সত্য না মিথ্যা পড়ে দেখুন আর মন খুলে হাসুন। 


বাবাঃ আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসো তো দোকান থেকে ।.
বল্টুঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ ঠাণ্ডা অফকোর্স !
বল্টুঃ বাবা পেপ্সি নাকি কোক ?
বাবাঃ পেপ্সি। 
বল্টুঃ বাবা বোতলের নাকি টিনের ?
বাবাঃ বোতলের। 
বল্টুঃ বড় বোতল নাকি ছোট বোতল ?
বাবাঃ ছোট বোতল ,
বল্টুঃ আচ্ছা বাবা, নরমাল নাকি ডায়েট ?
বাবাঃ ধুরু , লাগবে না যা পানি নিয়ে আস একটা ,
বল্টুঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ অফকোর্স ঠাণ্ডা ,
বল্টুঃ বাবা খাওয়ার পানি নাকি ইয়ুজ করার জন্য ?
বাবাঃ মাইর খাবি এখন !!
বল্টুঃ বাবা হাত দিয়ে নাকি
লাঠি দিয়ে ?
বাবাঃ বেশি কথা বলস , যা ভাগ সামনে থেকে ,
বল্টুঃ বাবা দৌড় দিয়ে ভাগব না হেটে হেটে ?
বাবাঃ বেয়াদব , দিন দিন জানোয়ার হইতাসস !
বল্টুঃ কোন জানোয়ার ? কুত্তা নাকি বিলাই ?
বাবাঃ আমি এখন তোরে জবাই করবো ,যা বলসি !!
বল্টুঃ বাবা চাকু দিয়ে নাকি বটি দিয়ে ?
বাবাঃ বটি দিয়ে !! .
বল্টুঃ টুকরা টুকরা নাকি বড় বড় পিস ?
বাবাঃ হারামি তুই যাবি ??
বল্টুঃ বাবা একলা যাব নাকি তোমার সাথে যাব ?
বাবাঃ তোর উপর থাডা পরুক !
বল্টুঃ বাবা ভুমিকম্প নাকি বজ্রপাত ?
বাবাঃ ওহ খোদা আমার হার্ট এ পেইন হচ্ছে !
বল্টুঃ বাবা হসপিটাল এ নিয়ে যাব নাকি ডক্টর ডাকব ??
বাবাঃ পানি দে আমাকে
বল্টুঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ নরমাল

বল্টুঃ বাবা খাবে নাকি ইয়ুজ করবে ??..

নেট থেকে সংগৃহীতঃ  ( Facebook-ধাঁধা কৌতুক জোক্স গল্প?)

আপনার নিজের জানা কোন গল্প থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। 

৯টি মন্তব্য:

  1. অনুপ্রেরণা ও সফলতার গল্প, শিক্ষামূলক ছোট গল্প, মনীষীদের উক্তি, মজার ঘটনা, রহস্য গল্প এবং অবাক করা সব ঘটনা পড়তে ভিজিট করুন অনুপ্রেরণা ডটকম।

    উত্তরমুছুন

জনপ্রিয় পোস্টসমূহ