জন্ম দিয়ে বাবা হলো কিন্তু পেটের দায়ে কর্ম করতে হয় বাহীরে বাহীরে। ছেলেকে আদর সোহাগ ভালোবাসা দেওয়ার সময় করতে পারে না বাবা।একদিন অফিস ছুটি থাকাতে বাবা ছেলেকে নিয়ে রাস্তাই ঘোরতে বাহির হলো। বাবাকে সাথে পেয়ে ছেলের কত কিচুর বায়না ধরে, চলতে পথে বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে--
বাবাঃ বুঝলে বাবা, এক জায়গায় বারবার যেতে নাই। আদর থাকে না।
ছেলেঃ ঠিকই বলেছ বাবা, সে জন্যই তো প্রতিদিন স্কুলে যেতে চাই না। অথচ মা আমাকে পিটিয়ে স্কুলে পাঠান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন